Views Bangladesh

Views Bangladesh Logo

মিয়ানমার সেনা-বিজিপি’র আরও ১২ সদস্য পালিয়ে বাংলাদেশে

District Correspondent

জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে আরও ১২ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপচমজেলার সদর ইউনিয়নের আষাঢ়তলী-জামছড়ি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্তপথে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১২ সদস্য নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরে সরকারের জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মি (এএ) বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে। সংঘাতে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে মিয়ানমারের জান্তা বাহিনীর সদস্যরা জীবন বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন।

ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য বাবুল কান্তি চাকমা জানান, ফাত্রাঝিরি রেজু আমতলীপাড়া সীমান্তপথে ২ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সংঘাত চলমান থাকায় এদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা প্রকাশ করেন তিনি।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, জামছড়ি সীমান্তপথে নতুন করে আরও ১০ জন মিয়ানমার বিজিপি সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সকালে আশ্রয় নেওয়া ১২ জন বিজিপি সদস্যকে নিরস্ত্র করে বিজিবি ক্যাম্পে হেফাজতে রাখা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ১৭৭ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। সেসময় আশ্রয় নেওয়া সকল বিজিপি সদস্যকে নিরস্ত্র করে বিজিবি হেফাজতে নেওয়া হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ