গাজায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। সোমবার ভোররাতে গাজা উপত্যাকাজুড়ে ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় তারা প্রাণ হারান বলে সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে জানানো হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খান ইউনিসে তাঁবুতে বোমা হামলায় ছয়জন এবং দক্ষিণাঞ্চলীয় মাইন এলাকায় একটি বাড়িতে হামলায় চারজন প্রাণ হারান। এ ছাড়াও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় দুইজন নারী নিহত হন।
এদিকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৫০ হাজার ২১ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে বন্দি করে। এর জবাবে সেদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
টানা ১৫ মাস ধরে এই যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল। তবে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধের জের ধরে গত ১৮ মার্চ থেকে আবারও বিমান হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে