Views Bangladesh

Views Bangladesh Logo

সিলেট অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১২ হাজার গ্রাহক

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

সিলেটে বন্যার কারণে ১২ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পনি কমার আগে এসব গ্রাহক বিদ্যুৎ পাবেন না। অন্যদিকে বন্যার পানি বৃদ্ধি পেলে নতুন করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া গ্রাহকের সংখ্যা বাড়তে পারে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সিলেটে চলমান বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের(আরইবি) সিলেট জোনের বিদ্যুৎ উপকেন্দ্র, লাইন, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক পোলের ক্ষয়ক্ষতির জন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতরণ জোনের আওতাধীন সকল এলাকা কম-বেশি বন্যাকবলিত হওয়ায় বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে নিরাপত্তার স্বার্থে অনেক জায়গায় ট্রান্সফরমারের ফিউজ কেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। এ ছাড়াও অনেক বসতবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় বা পানি মিটার পর্যন্ত চলে আসায় বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। এ সকল কারণে বিতরণ জোনের প্রায় ১০,০০০ থেকে ১২,০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। বন্যার পানি কমলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কার্যক্রম গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, বিতরণ অঞ্চল, বাবিউবো, সিলেট অঞ্চলের সকল কর্মকর্তা/কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ