Views Bangladesh

Views Bangladesh Logo

মিয়ানমারে ফেরত পাঠানো হলো ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ৯ জুন ২০২৪

পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমামের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের মোট ১৩৪ জন সদস্যকে ফেরত পাঠানো হয়েছে।

তাদের দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সদস্যদের রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের বকখালী নদীর সঙ্গমস্থলের কাছে নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ জেটিতে নিয়ে আসা হয়। এরপর তাদেরকে একটি টাগবোটে করে গভীর সাগরে নিয়ে যাওয়া হয়। যেখানে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ।

গত ২৫ এপ্রিল মিয়ানমারে কারাবাস শেষে দেশে ফিরেন ১৭৩ বাংলাদেশি। অন্যদিকে একই দিনে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্ত নিরাপত্তা বাহিনী, বিজিপি এবং সামরিক বাহিনীর ২৮৮ সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ।

গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ ও কাস্টমস কর্মকর্তাকে ফেরত পাঠায় বাংলাদেশ।

উল্লেখ্য গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কয়েক দফায় পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন মিয়ানমারের বিজিপি ও সামরিক বাহিনীর ১৩৪ জন সদস্য।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ