Views Bangladesh Logo

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে সমর্থন পুনর্ব্যক্ত ১৪ দেশের

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, টেকসই ও শান্তিপূর্ণভাবে প্রত্যাবাসনের বিষয়ে আবারও সমর্থন দেওয়ার কথা জানাল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়াসহ ১৪টি দেশ।

গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ১৪টি দেশের রাষ্ট্রদূতরা রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে আশ্রয়দাতাদের প্রতি তাদের সমর্থন দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

চিঠিতে মিয়ানমারে চলমান সংঘাতের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূতরা। যা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুকে বিলম্বিত করতে পারে।

রাষ্ট্রদূতরা আরও বলেন, ‘মিয়ানমারে সাম্প্রতিক সংঘাত বৃদ্ধি এবং অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা স্বীকার করি যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অদূর ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।’

চিঠিতে অন্যান্য স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স এবং স্পেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ