Views Bangladesh

Views Bangladesh Logo

মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে পড়ার ঘটনায় নিহত ১৪

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৪ মে ২০২৪

ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সময় একটি বড় বিলবোর্ড ভেঙে মানুষের ওপর পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছে।

বার্তা সংস্থার এপির প্রতিবেদনে বলা হয়েছে, এ দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করা হয়। মঙ্গলবার (১৪ মে) সকালে তা অব্যাহত থাকলেও কতজন ভেঙে পড়া বিলবোর্ডের নিচে আটকা পড়েছেন সেটি এখনও স্পষ্ট নয়।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঝড়ের সময় মুম্বাইয়ের ঘাটকোপারে একটি গ্যাস স্টেশনের উপর ৩০ মিটার লম্বা একটি বিলবোর্ড ভেঙে পড়ে। এ ঘটনার পর রাতেই অন্তত ৪৭ জনকে ঘটনাস্থল খেকে উদ্ধার করা হয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। একইসঙ্গে তারা বলছে, বিলবোর্ডটি অবৈধভাবে স্থাপন করা হয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৩১ জনকে থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা অগ্রাধিকার ছিল। আহত ব্যক্তিদের চিকিৎসার ভার রাজ্য সরকার নেবে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেয়া হবে।

উল্লেখ্য, ভারতে বর্ষা মৌসুম থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই চার মাসে দেশটিতে ভারী বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যা হয়। এতে এই সময়ে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ