ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় ঝরল ১৪ প্রাণ
বরিশালের ঝালকাঠিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠি উপজেলার গাবখান সেতুর টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- ঝালকাঠির গাবখান গ্রামের নজরুল ইসলাম (৩৫), ওস্তাখান গ্রামের সফিকুল মাঝি (৫০), নওয়াপাড়া গ্রামের আতিকুর রহমান সাদিক (১১), রাজাপুর উপজেলার সাউথপুর গ্রামের ইমরান হোসেন (৪০), কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের নুর জাহান (৭) ও তাহমিনা (২৫), রাজাপুর থানার উত্তমপুর গ্রামের ইব্রাহিম ফকির (৪০), আনোয়ার (৫৫), সিয়াম (৫), রিফাত (৩), রোজিনা (৩৮), শহিদুল ইসলাম (৪৫), সোহেল মাঝি (৩০) ও মিরাজ (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ২টার দিকে গাবখান সেতুর টোল প্লাজায় টোল দেয়ার জন্য দাঁড়িয়ে ছিল ৩টি ইজিবাইক, একটি প্রাইভেট কার ও একটি পিকআপ। এ সময় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইজিবাইকগুলোকে ধাক্কা মারে পরে প্রাইভেট কার ও পিকআপকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পথচারিসহ ১১ জন নিহত হয়। দুর্ঘটনার পর আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর মৃত্যু হয় আরও তিনজনের। হতাহতদের মধ্যে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন কয়েকজনও।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সিমেন্ট বোঝাই ট্রাকটি কয়েকটি গাড়ি, পথচারী ও টোল শ্রমিকদের চাপা দেয়।
দুর্ঘটনায় ১৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক বলেন, ঘটনাস্থলেই ১২ জন ও হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান।
তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফীকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সিমেন্ট বোঝাই ট্রাকটি ব্রেক ফেলের পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা খায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
এ দুর্ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ ও পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের ৩ লাখ ও আহতদের ১ লাখ টাকা করে অর্থ সহায়তা দেয়ার কথা জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম। তিনি আরও জানান, এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক জানিয়েছেন, ঘাতক ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ঝালকাঠি সদর উপজেলার ঘাতক ট্রাকচালক আল আমিন (29) ও খুলনার হেলপার নজমুলকে (22) আটক করা হয়েছে।
এর আগে গত বছরের ২২ জুলাই ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ১৩ জন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয় আরও ১৫ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে