কুমিল্লায় এক মাসে ১৪ খুন
কুমিল্লায় এক মাসে ১৪টি খুনের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে বাড়ছে ডাকাতি ও ধর্ষণসহ গুরুতর অপরাধের ঘটনাও।
শনিবার (৯ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
সভায় দেয়া তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বর মাসে কুমিল্লায় ১১টি খুনের ঘটনা ঘটেছে। এর পরের মাসে (অক্টোবর) ১৪টি খুন। ফলে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে খুনের ঘটনা বেড়েছে ৩টি।
অন্যদিকে সেপ্টেম্বর মাসে ডাকাতির ঘটনা ঘটেছে ২টি। এর পরের মাসে (অক্টোবর) সেপ্টেম্বরের তুলনায় ৪টি বেড়ে ডাকাতির ঘটনা ঘটেছে ৬টি।
এ ছাড়াও অক্টোবর মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৮টি। সেপ্টেম্বরের তুলনায় গত মাসে ধর্ষণের ঘটনা বেড়েছে ৩টি। তা ছাড়াও সেপ্টেম্বর মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২৪টি। সেপ্টেম্বরের তুলনায় ৭টি বেড়ে অক্টোবর মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩১টি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জেলাটিতে বেড়েছে সিঁদেল চুরির ঘটনাও। সেপ্টেম্বর মাসে সিঁদেল চুরির ঘটনা ঘটেছে ৮ টি। অক্টোবর মাসে এই ঘটনাটি ঘটেছে ১২টি। সেপ্টেম্বরের তুলনায় সিঁদেল চুরির ঘটনা বেড়েছে ৪টি।
এদিকে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরও জানানো হয়, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে কুমিল্লায় খুন, ডাকাতিসহ গুরুতর অপরাধের ঘটনা বেড়েছে।
এ ছাড়াও সভায় মাদকদ্রব্য বহনকারীদের না আটক করে মূল হোতাদের আটকের নির্দেশ দেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
সভার শুরুতে বিগত আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তসমূহ ও বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করা হয়। এতে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম, পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার, পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে