Views Bangladesh

Views Bangladesh Logo

জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশ

২০২৩ সালে প্রতিদিন গড়ে ১৪০ নারী ও কন্যাশিশু সঙ্গী বা আত্মীয়ের হাতে নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

জাতিসংঘ এক প্রতিবেদনে জানায়, নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান তাদের নিজেদেরই ঘর। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালে প্রতিদিন গড়ে ১৪০ জন নারী ও কন্যাশিশু তাদের সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে নিহত হয়েছেন।

সোমবার প্রকাশিত এই প্রতিবেদনটি জাতিসংঘ নারী (ইউএন উইমেন) ও জাতিসংঘ মাদক ও অপরাধ দপ্তর (ইউএনওডিসি) একত্রে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে প্রায় ৫১ হাজার ১০০ নারী ও কন্যাশিশু তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে নিহত হয়েছেন, যা ২০২২ সালে ছিল ৪৮ হাজার ৮০০ জনে।

নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যার বৃদ্ধি মূলত উন্নত তথ্য প্রাপ্তির কারণে, হত্যা বেড়ে যাওয়ার কারণে নয়।

তবে দুটি সংস্থাই জোর দিয়ে বলছে, এই ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা বিশ্বজুড়ে নারীদের প্রভাবিত করে এবং কোনো অঞ্চলই এর বাইরে নয়।

২০২৩ সালে আফ্রিকায় এই ধরনের পারিবারিক হত্যার সংখ্যা ছিল সর্বোচ্চ, যেখানে প্রায় ২১ হাজার ৭০০ জন নারী নিহত হয়েছেন। একই সঙ্গে জনসংখ্যার অনুপাতে আফ্রিকায় এ হার সবচেয়ে বেশি, প্রতি ১ লাখে ২দশমিক ৯ জন।

আমেরিকা ও ওশেনিয়াতেও উচ্চ হার রেকর্ড করা হয়েছে, যথাক্রমে প্রতি ১ লাখে ১ দশমিক ৬ এবং ১ দশমিক ৫। তুলনায়, এশিয়া ও ইউরোপে এই হার অনেক কম, যথাক্রমে প্রতি ১ লাখে দশমিক ৮ এবং দশমিক ৬।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপ ও আমেরিকায় নারীরা ঘরোয়া সহিংসতার শিকার হয়ে বেশি প্রাণ হারান, যেখানে পুরুষদের অধিকাংশ হত্যাকাণ্ড ঘটে বাড়ি বা পরিবারের বাইরে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদিও পুরুষ ও কিশোরদের মধ্যে হত্যার হার বেশি। তবে নারীরা পরিবারের মধ্যে প্রাণঘাতী সহিংসতার শিকার হওয়ার ঝুঁকিতে বেশি থাকেন। ২০২৩ সালে ইচ্ছাকৃতভাবে হত্যার শিকার হওয়া নারীদের প্রায় ৬০ শতাংশ ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন, অথচ নারীরা সব হত্যার শিকারদের মধ্যে মাত্র ২০ শতাংশ।

নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও, প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, এই ধরনের হত্যাকাণ্ড এখনো ‘অস্বাভাবিকভাবে উচ্চ’ পর্যায়ে রয়েছে।

সংস্থাগুলো জোর দিয়ে বলছে, এই হত্যাগুলো সাধারণত বারবার লিঙ্গভিত্তিক সহিংসতার ফল এবং তা সময়োচিত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ