Views Bangladesh

Views Bangladesh Logo

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ফগানিস্তানের পাকটিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানের একাধিক বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খামা প্রেসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বারমাল জেলার সাতটি গ্রামে এই হামলাগুলো চালানো হয়, যার মধ্যে লামান গ্রামে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন।

স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, পাকিস্তানি যুদ্ধবিমান এই হামলা চালায়। এ ঘটনায় বারমালের মুর্গ বাজার গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে চলমান মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠল।

এই বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক হতাহতের পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। এতে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ল। এ ঘটনার পর গ্রামগুলোতে উদ্ধার কার্যক্রম চলছে।

তবে এই হামলার বিষয়ে বিস্তারিত জানতে এবং দায়বদ্ধতা নিশ্চিত করতে আরও তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে খামা প্রেস।

এদিকে এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষা করা বৈধ অধিকার।

হামলার নিন্দা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ওয়াজিরিস্তানির শরণার্থীরা’ এই হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

অন্যদিকে আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার কথা স্বীকার করেননি পাকিস্তানি কর্মকর্তারা। তবে সেনাবাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে ঘিরে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ