Views Bangladesh

Views Bangladesh Logo

ভ্যাট বসছে মেট্রোরেলের ভাড়ায়

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

লতি বছরের জুলাই থেকে ভ্যাট দিতে হবে মেট্রোরেলের ভাড়ায়। ভ্যাটের হার হবে ১৫ শতাংশ।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল'কে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ চিঠি দেয়া হয়। এনবিআর কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। যাত্রীদের কথা চিন্তা করে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। আগামী জুন পর্যন্ত বহাল থাকবে এ সুবিধা।

ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় ডিএমটিসিএল। কিন্তু এ আবেদন নাকচ করল এনবিআর।

সংস্থাটি জানিয়েছে, উন্নয়নের চাহিদা অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না। ফলে জুলাই থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ