Views Bangladesh

Views Bangladesh Logo

বান্দরবানে আটকা পড়া দেড়শ' পর্যটক ফিরেছে গন্তব্যে

District  Correspondent

জেলা প্রতিনিধি

বুধবার, ২৪ জুলাই ২০২৪

বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শিথিল করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুলাই) সকালে আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় কারফিউ শিথিল ঘোষণা করেন জেলা প্রশাসক।

অপরদিকে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় কারফিউতে বান্দরবানে আটকা পড়া দেশ শতাধিক পর্যটক জেলা প্রশাসনের সহযোগিতায় ফিরেছে গন্তব্যে।

আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্টরা জানায়, কোটা আন্দোলনে সহিংসতায় দেশব্যাপী জারী করা কারফিউতে যানবাহন চলাচল বন্ধ থাকায় বান্দরবান জেলায় বেড়াতে আসা দেড় শতাধিক পর্যটক আটকা পড়েছিল।

জরুরি অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছিল জেলায় বেড়াতে আসা পর্যটকরা। তারা পরিবার নিয়ে হোটেলেই অবস্থান করছে কয়েকদিন। যতটা অর্থ নিয়ে এসেছিল, অনেক পর্যটকের তাও খরচ হয়ে যায়। ইন্টারনেট বন্ধ থাকায় তারা বাড়ি থেকে টাকাও আনতে পারেনি।

হোটেল গার্ডেন সিটির মালিক মো: জাফর আলম বলেন, “আমার হোটেলেই আটকা পড়েছিল ২৫ জন পর্যটক। অর্থ ও দোকানপাট বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছিল। তবে কারফিউ শিথিল হওয়ায় প্রশাসনের সহযোগিতায় তারা বাড়ি ফিরে গেছেন মঙ্গলবার সকালে। নিরাপদে গন্তব্যে পৌছানোর পর ফোন করে কৃতজ্ঞতাও জানিয়েছেন পর্যটকরা।”

এদিকে মঙ্গলবার স্থানীয় সার্কিট হাউজে জেলা আইনশৃংখলা বিষয়ক জরুরি সভাও অনুষ্ঠিত হয়। টানা পঞ্চমদিনে বান্দরবান জেলায় মঙ্গলবার সকাল আটটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় কারফিউ শিথিল ঘোষণা করা হয়েছে। সন্ধ্যার পর থেকে বিটিসিএল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে।

এদিকে কারফিউ শিথিল করায় জেলায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। খুলেছে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানও। তবে নিরাপত্তা নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সতর্ক প্রহড়া এবং টহল জোরদার রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, আটকা পড়া পর্যটকরা নিরাপদে গন্তব্যে ফিরে গেছে। জেলার সার্বিক পরিস্থিতি বিবোচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় কারফিউ শিথিল ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তা নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সতর্ক প্রহরা, টহল জোরদার ও ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ