Views Bangladesh Logo

পুনর্বহালের দাবিতে ‘চাকরিচ্যুত’ ১,৫২২ পুলিশ সদস্যের আবেদন

 VB  Desk

ভিবি ডেস্ক

পুনর্বহালের জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করেছেন ১ হাজার ৫২২ জন পুলিশ সদস্য। যারা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে ‘চাকরিচ্যুত’ হয়েছিলেন।

আবেদনকারীদের মধ্যে রয়েছেন ১,০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই ও এটিএসআই, ২০০ জন এসআই- সার্জেন্ট ও টিএসআই, ১০ জন পরিদর্শক এবং ২৮ জন বেসামরিক কর্মচারী।

ইতোমধ্যে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনগুলো পর্যালোচনার জন্য একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। চাকরিচ্যুত ব্যক্তিরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কি না তা তদন্ত করছে কমিটি।

তবে যেসব বরখাস্তের পেছনে ফৌজদারি অপরাধ, আর্থিক দুর্নীতি, নৈতিক স্খলন, আচরণগত ও বিভাগীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ রয়েছে বা প্রশাসনিক ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনালে মামলাগুলো বিচারাধীন রয়েছে, সেগুলোও পরীক্ষা-নিরীক্ষা করবে কমিটি।

এতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে এসব পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। পুলিশ সদর দপ্তর তাদের এই কর্মসূচি বন্ধের আহ্বান জানিয়েছে, যা জনদুর্ভোগ সৃষ্টি করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ