Views Bangladesh

Views Bangladesh Logo

রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে ১৫ বছরের কিশোর নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৫ বছরের এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সামিরুল ইসলাম ওরফে সামিউল উপজেলার চর আশারিয়াদহ ইউনিয়নের বারিনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দিয়ার মানিকচক সীমান্তের জমিতে ঘাস কাটতে যান সামিউল। এ সময় ভারতীয় সীমান্তের চর আশারিয়াদহ ফাঁড়ির বিএসএফ জওয়ানরা সামিরুলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৫৩ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে লাশ উদ্ধার করা হয়।
চর আশারিয়াদহ ইউপি চেয়ারম্যান আশরাফুল হক ভোলা বলেন, “এলাকার সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে। কাঁটাতারের বেড়ার কাছে কাউকে না যেতে না মাঝে মাঝে সতর্ক করা হয়। তবে সীমান্তের জিরো লাইন থেকে বাংলাদেশের দেড়শ গজ ভেতরে ঘাস কাটছিলেন সামিরুল। বিএসএফ সম্পূর্ণ উস্কানিমূলকভাবে গুলি চালায়। সীমান্তের কাঁটাতারের কাছে কাউকে আসতে দেখলেই গুলি চালায়।”
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, “ বিজিবি সদস্যরা কিশোরটির লাশ উদ্ধার করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ