Views Bangladesh

Views Bangladesh Logo

আশুলিয়ায় পোশাক কারখানায় সহিংসতায় উসকানির অভিযোগে গ্রেপ্তার ১৬

District  Correspondent

জেলা প্রতিনিধি

সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে তৈরি পোশাক কারখানায় অশান্তির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ গ্রেপ্তার অভিযান চালায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃতরা গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি কারখানায় বিশৃঙ্খলাসহ শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিতে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে পোশাক খাতকে অস্থিতিশীল ও শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগে দুটি মামলা দিয়ে রবিবার (১৩ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

ওসি জানান, বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে অপরাধীরা শিল্প-কারখানাকে অস্থিতিশীল করতে কারখানা ভাংচুর ও শ্রমিকদের ওপর হামলাসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত। জড়িতদের বিচারের আওতায় আনতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ