ইসরায়েলে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন আহত
ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া রকেট তেলআবিবে আঘাত করলে ১৬ জন সামান্য আহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মতে, রকেটটি আটকানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল।
দেশটির রেসকিউ সার্ভিসের ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছেন, হামলায় একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচের জানালা ভেঙে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার (২১ ডিসেম্বর) ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আগে রাতে চালানো এই হামলার দায় স্বীকার করেছে। কয়েকদিনের মধ্যে এটি তাদের এ ধরনের দ্বিতীয় হামলা।
বিদ্রোহীরা জানিয়েছে, ‘ইসরায়েলি শত্রুর একটি সামরিক লক্ষ্যবস্তু’ করে হামলাটি চালানো হয়।
হুথি বিদ্রোহীরা ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাত্র দুদিন পরের ওই হামলার জবাবে ইয়েমেনের বন্দর ও দেশটির রাজধানী সানায় বোমাবর্ষণ করে নেতানিয়াহুর সৈন্যরা।
এক বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুথিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরায়েলের উপর বারবার রকেট হামলা চালিয়েছে, যার বেশিরভাগই আটকানো হয়েছে।
টাইমস অব ইসরায়েল পত্রিকা জানায়, হুথি বিদ্রোহীরা গত ১২ মাসে ইসরায়েলে প্রায় ২০০টি রকেট এবং ১৭০টি ড্রোন নিক্ষেপ করেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজেও হামলা চালিয়েছে তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে