Views Bangladesh

Views Bangladesh Logo

পেরুতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৬

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৫ মে ২০২৪

পেরুতে একটি যাত্রীবাহী বাস উল্টে ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) দেশটির পার্বত্য আয়াকুচো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি।

এএফপি জানিয়েছে, বাসটি ৪০ জন আরোহী নিয়ে আন্দিজ পর্বতের দিকে যাচ্ছিল। সেখানে এই ধরনের ট্র্যাজেডি অস্বাভাবিক নয়।

আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের বলেন, ইতোমধ্যেই ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনের মরদেহ বাসের নিচে আটকা পড়ে আছে। তিনি ওই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ওয়াইবার ভেগা জানান, শিলা-বৃষ্টিসহ খারাপ আবহাওয়ার কারণে বাকি তিনজনের মরদেহ উদ্ধারে সময় লাগছে।

এ ব্যাপারে এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে লিমা থেকে আয়াকুচো শহরে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে।

এর আগে গত ৩০ এপ্রিল কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়।

পেরুর পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালে পেরুতে সড়ক দুর্ঘটনায় মোট তিন হাজার ১৩৮ জন প্রাণ হারায়। সরকারি তথ্য অনুযায়ী ৭০ শতাংশ দুর্ঘটনা চালকের দক্ষতার অভাব, ক্লান্তি বা সাধারণ কিছু কারণে হয়ে থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ