Views Bangladesh

Views Bangladesh Logo

‘অবৈধভাবে’ বসবাসের দায়ে ভারতে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

‘অবৈধভাবে’ প্রবেশ ও বসবাসের অভিযোগে ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৪ পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি সপ্তাহে স্থানীয় পুলিশের সঙ্গে মিলে তাদের গ্রেপ্তার করে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম পিটিআই জানায়, চলতি সপ্তাহে মুম্বাই, নাভি মুম্বাই, থানে ও নাসিক শহরে অভিযান চালায় এটিএস। এ সময় বিনা অনুমতিতে ভারতে প্রবেশ এবং বৈধ নথি ছাড়াই সেখানে অবস্থানের দায়ে ওই ১৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করে তারা।

তবে গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তদন্তে জানা গেছে, তারা ভারতে থাকার জন্য আধার কার্ড ও পিএএন কার্ডের মতো জাল নথি ব্যবহার করেছিল।

আরও জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসহ অন্যান্য আইনের অধীনে কমপক্ষে ১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ