Views Bangladesh

Views Bangladesh Logo

মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি

District Correspondent

জেলা প্রতিনিধি

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সিতোয়ে বন্দর থেকে তাদের বহনকারী জাহাজ কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে এসে পৌঁছায়।

দেশে ফেরত আসা ১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ বান্দরবান,৭ জন রাঙামাটি- খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদীর এবং নীলফামারী জেলার একজন করে বাসিন্দা আছেন।

এদিকে গতকাল ২৩ এপ্রিল সিতোয়ে বন্দর থেকে বাংলাদেশের কক্সবাজারের উদ্যেশ্যে রওনা হয় তাদের বহনকারী জাহাজ চিন ডুইন।

জানা যায়, বিভিন্ন সময়ে মিয়ানমারে আটক হয়ে সে দেশে কারাভোগ বা বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে থাকা ১৭৩ জন বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় সরকার। এদের মধ্যে ১৪৪ জনের কারাভোগের মেয়াদ পূর্ণ হয়েছে বা ক্ষমা পেয়েছেন। পাশাপাশি আরও ২৯ জন বাংলাদেশি নাগরিক, যারা এখনো কারাভোগরত কিংবা বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদেরও মুক্তি দেওয়ার বিষয়টি মিয়ানমারের কাছে তুলে ধরে বাংলাদেশ।

এদিকে,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই বাছাই শেষে আজই ১৭৩ জনকে নিজেদের পরিবারর কাছে ফিরিয়ে দেবে।

এছাড়াও, রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর ২৮৫ সদস্যকে নিয়ে আগামীকাল ২৫ এপ্রিল ফিরে যাবে চিন ডুইন জাহাজটি।

উল্লেখ্য, সর্বশেষ ৩ অক্টোবর দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে কারাভোগ শেষ করা ২৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ