Views Bangladesh Logo

গুয়ানতানামো থেকে দেশে ফিরলেন ১৭৭ জন ভেনেজুয়েলান

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী হিসেবে ধরা পড়া ১৭৭ জন ভেনেজুয়েলানকে গুয়ানতানামো বে কারাগারে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তারা একটি বিশেষ ফ্লাইটে নিজ নিজ দেশে ফিরেন। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানিয়েছে, প্রথমে তাদেরকে হন্ডুরাসে নেয়া হয়। এরপর সেখান থেকে ভেনিজুয়েলায় স্থানান্তর করা হয়।

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ঠেকাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিযানের অংশ হিসেবে এসব অভিবাসীদের আটক করা হয়। তাদের মধ্যে কিছু সংখ্যককে গুয়ানতানামো বে কারাগারে পাঠানো হয়েছিল। তবে এসব অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর পর এখন নৌঘাঁটিটি প্রায় খালি হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কুখ্যাত এই ঘাঁটিতে অবৈধ অভিবাসীদের আটক রাখার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) দাবি করেছে, গুয়ানতানামো বেতে পাঠানো অভিবাসীদের মধ্যে বেশ কয়েকজন ভেনেজুয়েলার কুখ্যাত ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সদস্য থাকতে পারে, যা দেশটির একটি কারাগার থেকে গড়ে উঠেছিল। তবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, “বৃহস্পতিবার যে দলটি এসেছে তারা অপরাধী নয়, তারা খারাপ মানুষ নয় বরং (যুক্তরাষ্ট্রের) নিষেধাজ্ঞার কারণে দেশত্যাগ করেছিল। আমরা তাদেরকে অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে ভালোবাসার সঙ্গে স্বাগত জানাই।”

এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেছেন, গুয়ানতানামো বে তাদের জন্য, যারা ‘সবচেয়ে খারাপ অপরাধী’। তবে আদালতের নথিপত্র বলছে, সেখানে পাঠানো ১৭৭ জনের মধ্যে ১২৭ জনকে ‘উচ্চ ঝুঁকি’ হিসেবে বিবেচনা করা হলেও বাকি ৫১ জনকে ‘নিম্ন থেকে মাঝারি ঝুঁকি’ হিসেবে দেখা হয়েছিল। তারা অভিবাসী আটক কেন্দ্রে ছিলেন।

এদিকে ট্রাম্প প্রশাসনের মানবিক ত্রাণ সুরক্ষা কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে একদল ভেনেজুয়েলান অভিবাসী।

সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া এ সুবিধার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ফলে চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৬ লাখ অভিবাসী।

এ প্রসঙ্গে সিএনএন জানিয়েছে, এপ্রিলে প্রায় সাড়ে তিন লাখ ভেনেজুয়েলানের সুরক্ষা মেয়াদ শেষ হয়ে যাবে এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রায় আড়াই লাখকে যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ