ঢাকা-টাঙ্গাইল মহসড়কে ১৭ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পরিবহনের চাপের কারণে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছেে। এতে চরম বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা।
আজ বুধবার (৬ মার্চ) ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে কালিহাতীর রসুলপুর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ও বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের লোকজন।
কাঁচামালবাহী ট্রাকচালক তসলিম উদ্দিন বলেন, সেতু পশ্চিমে টোল দিয়ে এসেই কাঁচামাল নিয়ে ঘণ্টাখানেক ধরে সেতু পূর্ব গোল চত্বর এলাকায় আটকে আছি। যথা সময়ে আড়তে কাঁচামাল পৌঁছার সম্ভাবনা নেই। অন্যান্য দিনের তুলনায় আজকে কয়েকগুণ গাড়ির চাপ বেশি।
এ ব্যাপারে টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, মহাসড়কে পরিবহনের চাপ বেশি, সেইসঙ্গে এলেঙ্গা হতে সেতুপূর্ব পর্যন্ত সড়কে পরিবহনের ধীরগতি হলেই ট্রাকচালকরা ঘুমিয়ে যায়। এতে পেছনের গাড়িগুলোও মনে করে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে