যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, ১৮ জনের লাশ উদ্ধার
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাকহক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, মাঝ আকাশে সংঘর্ষের পর পটোম্যাক নদীতে বিমানটি আছড়ে পড়ে এবং তা বিধ্বস্ত হয়।
সিএনএন জানিয়েছে, যে নদীতে বিমানটি আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছিল সেখান থেকে এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এই বিষয়ে এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। সংস্থাটি বিমানে থাকা যাত্রীদের স্বজনদের জন্য একটি হটলাইন চালু করেছে।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন আরও জানিয়েছে, ব্ল্যাকহক হেলিকপ্টারে তিনজন সেনা সদস্য ছিলেন।
এ ব্যাপারে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তাকে এই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত করা হয়েছে এবং তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নতুন তথ্য পাওয়ামাত্র তা জানানো হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, পেন্টাগন ‘সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে’ এবং ‘প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।’
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ০২:০০) নাগাদ মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই রিগান ন্যাশনাল বিমানবন্দরে সকল ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে