Views Bangladesh

Views Bangladesh Logo

দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় আগুন, চীনা নাগরিকসহ নিহত ২২

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৪ জুন ২০২৪

ক্ষিণ কোরিয়ায় একটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ চীনা নাগরিকসহ ২২ জন নিহত হয়েছেন। দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবারের এ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও মৃতদের উদ্ধারে ভবনটিতে অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন-ইয়ং সংবাদমাধ্যমকে বলেন, ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। শ্রমিকরা যখন বিস্ফোরণের শব্দ শুনতে পান তখন কারখানায় ১০০ জনেরও বেশি লোক কাজ করছিলেন।

তিনি আরও বলেন, বিস্ফোরণস্থলে লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলি পরিদর্শন করা হয় এবং সেখানে প্যাকেজিংয়ের কাজ করা হয়।

কিম জিন বলেন, তারা কারখানায় লাগা ভয়াবহ আগুন নেভাতে সক্ষম হয়েছেন এবং পুড়ে যাওয়া ভবন থেকে মরদেহগুলোকে বের করে আনছেন।

ইয়োনহাপ বলছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর উদ্ধারকর্মীরা কারখানার ভিতর থেকে প্রায় ২০ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করে। তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছে। এ ছাড়াও প্রায় ৭৮ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়।

ওই অগ্নিনির্বাপক আরও বলেন, ‘একটি উদ্ধারকারী দল কারখানার ভিতরে গেছে এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।’

তিনি বলেন, ‘ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কায় কারখানার ভিতরে প্রবেশ করা কঠিন ছিল। যেহেতু এটি একটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক কারখানা, এ জন্য আমরা আগুন নেভাতে বর্তমানে শুকনো বালি ব্যবহার করছি।’

কিম জিন-ইয়ং বলেন, প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি কারখানার ভেতরে ব্যাটারি সেলের একটি সিরিজ বিস্ফোরিত হয়। এরপর আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

এ ঘটনায় জরুরি নির্দেশনা জারি করে দেশটির রাষ্ট্রপতির কার্যালয় নিখোঁজদের সন্ধানে ও মৃতদের উদ্ধারে সকল কর্মীকে মনোযোগ দিতে বলেন এবং উদ্ধার অভিযানে জড়িত সরঞ্জাম একত্রিত করতে কর্তৃপক্ষকে বলেছে।

এ দুর্ঘটনার পর টেক্সট মেসেজের মাধ্যমে পাঠানো এক সতর্কবার্তায় কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বলেন, ‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়টি বিবেচনা করে দমকলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগার কারণে কারখানা থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। অনুগ্রহ করে নিরাপত্তার দিকে মনোযোগ দিন, যেমন বাইরে যাওয়া থেকে বিরত থাকা।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ