Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতে দুধের ট্যাঙ্কারের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১৮

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১০ জুলাই ২০২৪

ভারতের উত্তর প্রদেশে দুধের ট্যাঙ্কারের সঙ্গে ডাবল ডেকার বাসের ধাক্কায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। বুধবারের (১০ জুলাই) এ দুর্ঘটনায় ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উত্তর প্রদেশের উন্নাও জেলার গাধা গ্রামের কাছে লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় মামলা করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিহার রাজ্যের সীতামারহি থেকে দিল্লিগামী ডাবল ডেকার বাসটি পেছন থেকে দুধের ট্যাঙ্কারে ধাক্কা মারে।

এ বিষয়ে উন্নাও জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাঠি গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয় সময় সোয়া ৫টার দিকে এখানকার জাতীয় সড়কে একটি দুধের ট্যাঙ্কারের সঙ্গে মতিহারি-বিহার থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছে এবং প্রায় ১৯ জন আহত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে বাসটি অতিরিক্ত গতিতে ছিল।’

গৌরাঙ্গ রাঠি বলেন, আহতদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয় এবং পরে তাদের জেলা হাসপাতালে রেফার করা হয়।

এ প্রসঙ্গে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই তখন কিছু স্থানীয় মানুষ দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের বের করে আনতে সাহায্য করছিল।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস এবং দুধের ট্যাঙ্কারটি ক্রেন দিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে।"

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এবং দুর্ঘটনার কারণ জানতে কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারতজুড়ে অর্ধ মিলিয়ন সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ মারা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ