থাইল্যান্ডে বাস খাদে পড়ে নিহত ১৮
থাইল্যান্ডের পূর্বাঞ্চলে এক পর্যটকবাহী বাসের ব্রেক ফেল করে সেটি উল্টে খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ কর্নেল সোফন ফ্রামানিহে বলেন, ‘রাস্তা ছিল ঢালু, ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টে যায়।’ তিনি জানান, নিহতদের সবাই ছিলেন এক শিক্ষা সফরের অংশগ্রহণকারী প্রাপ্তবয়স্ক ব্যক্তি।
পুলিশের তথ্য অনুযায়ী, বাসটিতে চালকসহ মোট ৪৯ জন যাত্রী ছিলেন, যাদের সবাই থাই নাগরিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, রাজধানী ব্যাংকক থেকে ১৫৫ কিলোমিটার পূর্বে প্রাচিনবুরি প্রদেশে দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও চিকিৎসা সহায়তাকারীরা আহতদের সহায়তা করছেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন।
এক্স-এ দেয়া পোস্টে তিনি বলেন, ‘যানবাহনের পরিদর্শন অবশ্যই নিরাপদ হতে হবে এবং নির্ধারিত মানদণ্ড অনুসারে অনুমোদিত হওয়ার পরই রাস্তায় নামতে পারবে, যেন এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে