গাজায় ইসরায়েলের পৃথক হামলায় নিহত ১৮
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক বিমান হামলা চালাল ইসরায়েলি সামরিক বাহিনী। এতে শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে আল-জাজিরার খবরে জানানো হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। এরই মাঝে মঙ্গলবার (১৬ এপ্রিল) গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত হয়েছে। এ ছাড়াও রাফাহ শহরের ইয়াবনা শরণার্থী শিবিরের একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে চার শিশুসহ সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত ৭ অক্টোবর থেকে গাজার বিভিন্ন স্থানে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৩ হাজার ৮৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৫৭৫ জন।
এদিকে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত ২৫৯ জন ইসরায়েলি সেনা নিহত ও ১ হাজার ৫৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে