কুমিল্লায় পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক
গত ১২ ঘন্টায় কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে রোববার (২৭ এপ্রিল) বেলা ১২টা পর্যন্ত একাধিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক হওয়া ১৮ জনের মধ্যে ৪ জন যৌথ বাহিনীর অভিযানে এবং বাকি ১৪ জন কোতয়ালী থানা পুলিশের অভিযানে ধরা পড়ে।
আটক হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন-নগরীর বাগিচাগাঁও বড় মসজিদ এলাকার সোহেল মিয়ার ছেলে রাকিব হাসান শুভ (১৮), লালমাই উপজেলার বাগমারা মনোহরপুর এলাকার সাদেক মিয়ার ছেলে মিলন(১৭), একই এলাকার ফারুক মিয়ার ছেলে মোঃ ফাহিম হোসেন (১৭), কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাপাপুর গ্রামের আবুল কালাম আজাদ বাবুলের ছেলে নিবির ইনতেছার নিশান (১৯), নগরীর অশোকতলা এলাকার মোঃ সোহেল রানার ছেলে শাহাদাত হোসেন শান্ত (১৯), নগরীর ৯ নং ওয়ার্ডের নতুন চৌধুরীপাড়া এলাকার মৃত হেলাল আহাম্মেদের ছেলে মোঃ নেহাল আহাম্মেদ (২৬), নগীরর কান্দিরপাড় এলাকার সুন্দবন কুরিয়ার সার্ভিসের পাশের গলির ভাড়াটিয়া আলিমুদ্দিনের ছেলে সোহাগ (১৭), একই এলাকার ভাড়াটিয়া নিজামুদ্দিনের ছেলে সাইমন (১৭), একই এলাকার সফিকুল আলমের ছেলে সাব্বির (১৭), নগরীর চকবাজার এলাকার মৃত কালু মিয়ার ছেলে সহিদ (১৯), নগরীর সুজানগর এলাকার শুকুর মিয়ার ভাড়াটিয়া জাকিরের ছেলে হৃদয় (১৯), লালমাই উপজেলার দত্তপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইফতেখার হোসেন তাহসিন (১৭), নগরীর রানীর দিঘীর পাড়ের ডাঃ মাহবুব হাসানের ভাড়াটিয়া মৃত করিম উল্লাহর ছেলে শাহাদাত হোসেন টিপু (২৬), সদরের চম্পকনগর (সাতরা) এলাকার আমির হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২২), নগরীর রেইসকোর্স পুড়াতন পাসপোর্ট অফিসের গলির মৃত আক্তার হোসেনের ছেলে রাফিউল আহাম্মেদ রাফি (২০), নগরীর ঝাউতলা গ্রামীণ অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা আক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯), নগরীর দুই নাম্বার ওয়ার্ড ফৌজদারী মোড় ডিসি অফিস মসজিদ সংলগ্ন এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ইমরান হোসেন রতন (১৯), এবং সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়া এলাকার কাজী মিজানুর রহমানের ছেলে শাহপরান (১৮)।
কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে