Views Bangladesh

Views Bangladesh Logo

লেবানন থেকে ফিরলেন আরও ১৮৩ বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৬ নভেম্বর ২০২৪

দেশে ফিরেছেন সংঘাতপূর্ণ লেবাননে আটকে পড়া আরও ১৮৩ বাংলাদেশি।

পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতস্থ বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফেরেন তারা

বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ৩২ জন।

বাকি ১৫১ জন আইওএমের অর্থায়নে পরিচালিত চার্টার্ড ফ্লাইট এসভিআই-৫০০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বুধবার (৬ নভেম্বর) ভোরে।

এ নিয়ে নয়টি ফ্লাইটে লেবানন থেকে মোট ৫২১ জন বাংলাদেশি ফিরে এসেছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ