লেবানন থেকে ফিরলেন আরও ১৮৩ বাংলাদেশি
দেশে ফিরেছেন সংঘাতপূর্ণ লেবাননে আটকে পড়া আরও ১৮৩ বাংলাদেশি।
পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতস্থ বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফেরেন তারা
বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটে মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ৩২ জন।
বাকি ১৫১ জন আইওএমের অর্থায়নে পরিচালিত চার্টার্ড ফ্লাইট এসভিআই-৫০০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বুধবার (৬ নভেম্বর) ভোরে।
এ নিয়ে নয়টি ফ্লাইটে লেবানন থেকে মোট ৫২১ জন বাংলাদেশি ফিরে এসেছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে