মেডিকেলে ভর্তিতে ‘মুক্তিযোদ্ধার সন্তান’ কোটার ১৯৩ জনের ফলাফল স্থগিত
২০২৪- ২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ‘মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায়’ নির্বাচিত ১৯৩ জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই)।
সোমবার (২০ জানুয়ারি) অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবিনা ইয়াসমিন সাংবাদিকদের জানান, পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে এই প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে পাঁচ হাজার ৩৭২ জন নির্বাচিত হন, যাদের মধ্যে ‘মুক্তিযোদ্ধার সন্তান’ কোটার ১৯৩ জন রয়েছেন। এবার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় ২৬৯টি এবং পশ্চাৎপদ জনগোষ্ঠী কোটায় ৩৯টি আসন ছিল।
অধ্যাপক রুবিনা ইয়াসমিন বলেন, ‘আমরা তাদের নথিপত্র যাচাই করব। এ জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে। ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি প্রার্থীদের তাদের সব কাগজপত্র মন্ত্রণালয়ে উপস্থাপন করতে হবে। আমরা সন্তান ছাড়া অন্য কেউ রয়ে গেছে কী না, তা পরীক্ষা করে দেখব। মুক্তিযোদ্ধাদের প্রকৃত সন্তান ছাড়া কেউ তালিকায় থাকলে তাদের অন্তর্ভুক্তির কোনো সুযোগ থাকবে না’।
তিনি আরও বলেন, ‘এটি একটি প্রাথমিক ফলাফল। নথি যাচাইয়ের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সাধারণত, কোটার নথির যাচাইকরণ সংশ্লিষ্ট কলেজে পরিচালিত হয়। তবে এবার এটি কেন্দ্রীয়ভাবে হবে’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে