ডিআরইউ কর্মচারীদের ওপর হামলা: দুই আসামি গ্রেপ্তার
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে দুর্বৃত্তরা ডিআরইউর তিন কর্মচারীর ওপর হামলা চালায়, এতে তারা আহত হন।
শনিবার (২৯ মার্চ) আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, হামলার ঘটনায় আব্দুর রহমান (৪০) ও উজ্জ্বল (৩৮) নামে দুই আসামিকে শনাক্ত করে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে