Views Bangladesh

Views Bangladesh Logo

ঢাবিতে লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক ২

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

ঢাবি শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ছিনতাইকারী দুজন এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে বুয়েটের দিকে পালিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম তাদের আটক করে।

এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমি খবর পেয়েছি। ছিনতাইকালে তাদের আটক কর হয়। তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করতে বলেছি।’

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর বলেন, দুজন ছিনতাইকারীকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষা বা ভুক্তভোগী কেউই তাদের বিরুদ্ধে অভিযোগ করেননি। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ