Views Bangladesh Logo

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) রাতে পুলিশ নিহতের কথা নিশ্চিত করেছে। এদিকে, বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুইজনই বাংলাদেশি নাগরিক। স্থানীয় সংবাদমাধ্যম দ্য বাফেলো নিউজ প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দুই ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

দুটি এএমআর অ্যাম্বুলেন্সসহ এক ডজনেরও বেশি জরুরি যান ঘটনাস্থলের কাছে দেখা গেছে। পুলিশ জেনার স্ট্রিট থেকে ইস্ট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রেখেছে।

ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য থাকলে স্থানীয় বাসিন্দাদেরকে পুলিশের হটলাইন নম্বরে ফোন বা মেসেজ করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। দেশটির জনসংখ্যার চেয়ে বন্দুকের সংখ্যা বেশি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ