Views Bangladesh

Views Bangladesh Logo

বান্দরবানে বিপন্ন প্রজাতির ২ ভাল্লুক শাবক উদ্ধার

District Correspondent

জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

বান্দরবানের আলীকদমে পাচারের সময় বিপন্ন প্রজাতির দুটি ভাল্লুক শাবক উদ্ধার করা হয়েছে। এসময় এক যুবককে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২ এপ্রিল) আলভকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শিবাতলী পাড়া এলাকায় আলীকদম-চকরিয়া সড়কে অভিযান চালায় পুলিশ।

এসময় মোটরসাইকেল আরোহী এক বন্যপ্রাণী পাচারকারীকে আটক করা হয়। মো. আলাউদ্দিন নামের ওই যুবককে তল্লাশি করে অচেতন অবস্থায় দুটি ভাল্লুকের বাচ্চা উদ্ধার করা হয়।

জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র পাহাড়ের বিরল প্রজাতির বন্যপ্রাণী কৌশলে ধরে দেশের বিভিন্ন পাচার করে আসছে। সংঘবদ্ধ চক্রটির বিরুদ্ধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও বনবিভাগ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, উদ্ধার করা ভাল্লুক শাবক দুটি চকরিয়া সাফারি পার্কে উন্মুক্ত করার জন্য বনবিভাগের কাছে দেয়া হয়েছে।

তিনি আরও জানান, বনাঞ্চল থেকে বন্যপ্রাণী পাচার রোধ করতে বান্দরবান পুলিশ সচেষ্ট আছে। গ্রেপ্তারকৃত পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ