চট্টগ্রামের ২ পশুর হাটে ‘ক্যাশলেস’ লেনদেন
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামে কোরবানির দুটি পশুর হাটে চালু হতে যাচ্ছে ‘ক্যাশলেস’ লেনদেন সুবিধা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় এ বছর সাগরিকা গরুর হাট ও নূরনগর হাউজিং হাটে এ পদ্ধতি চালু করবে বাংলাদেশ ব্যাংক। তাই এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ মে) চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে তাদের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন ব্যাংকটির প্রতিনিধি দল।
এ সময় প্রতিনিধি দলটি দেশব্যাপী পশুর হাটগুলোতে ক্রমান্বয়ে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্প্রসারণে কেন্দ্রীয় ব্যাংকের কৌশল তুলে ধরেন।
তারা জানায়, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাকে নিরবচ্ছিন্ন ও নিরাপদ লেনদেনের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এটিএম সুবিধা, মোবাইল ফিন্যান্সিয়াল ট্রানজেকশন ও ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা প্রদানে ডিজিটাল ট্রানজেকশন বুথ স্থাপন করা হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক মোঃ রাশেদুল ইসলাম, উপ-পরিচালক তানভীর আহমেদ এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে