Views Bangladesh Logo

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

শোরের মনিরামপুর উপজেলায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু মারাত্মক আহত হয়েছে। এতে এক শিশুর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ফতেয়াবাদ গ্রামের পরিত্যক্ত একটি ঘরে ঘটনাটি ঘটে।

আহত দুই শিশু হচ্ছে- মণিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামের আসলাম হোসেনের ছেলে আরজু (১০) ও রাকিবুল ইসলাম বাবলুর ছেলে মাইমুন মেহেদী (৪)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ। এ সময় পুলিশ পরিত্যক্ত ঘর থেকে ৯টি বোমা উদ্ধার করে।

পুলিশ জানায়, ফতেয়াবাদ গ্রামের ওহিদুল ইসলামের বসতভিটায় চার রুমের একটি আধা পাকা পরিত্যক্ত ঘর রয়েছে। ওহিদুল সেই ঘরে বসবাস করেন না। প্রতিবেশী আসলাম হোসেন রান্নার জ্বালানি রাখার কাজে ঘরটি ব্যবহার করেন। আজ দুপুরে আসলাম হোসেনের স্ত্রী ফাতেমা বেগম নিজের ছেলে আরজু ও প্রতিবেশী বাবলুর ছেলে মেহেদীকে নিয়ে সেই ঘরের ভেতরে মেহগনিগাছের শুকনো পাতা রাখার জন্য মশারি টানাতে যান। তখন আরজু ও মেহেদী ঘরের ভেতরে ঢুকে খেলা করার সময় একটি লাল টেপে মোড়ানো ছোট খেলনার মতো বস্তু দেখতে পায়। আরজু ও মেহেদী কুড়িয়ে পাওয়া বস্তুটি নিয়ে খেলার উদ্দেশে নাড়াচাড়া করলে বিস্ফোরণ ঘটে। এতে আরজুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাইমুন মেহেদীর নাভি হতে চোখ পর্যন্ত ক্ষতবিক্ষত হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্বজনরা এগিয়ে এসে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহত দুই শিশুকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা অনুপ বসু বলেন, বিস্ফোরণে আহত শিশু আরজুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আর মাইমুন মেহেদীর নাভি হতে চোখ পর্যন্ত জখম হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দুই শিশুকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। পরে ঘটনাস্থল থেকে আরও ৯টি পরিত্যক্ত বোমা জব্দ করা হয়েছে।

এদিকে পুলিশ বলছে, রাজনৈতিক বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশে ককটেলগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ