Views Bangladesh Logo

রাজধানীর গুলশানে ২ বাণিজ্যিক ভবনকে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

গ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় রাজধানীর গুলশান-২ এর দুটি বাণিজ্যিক ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যানার টানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। ঝুঁকিপূর্ণ ভবন দুটির মধ্যে একটি ছয়তলা ও আরেকটি সাততলা ভবন ছিল।

আজ বুধবার (৬ মার্চ) দুপুর ১টায় ডিএনসিসির অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন সংবাদমাধ্যমকে বলেন, ৩৩ নম্বর হোল্ডিংয়ের বাণিজ্যিক ভবনটিতে অনেকগুলো রেস্তোরাঁ রয়েছে। কিন্তু তার কোনোটিতেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। এ ছাড়াও এ ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি আবাসিক হোটেল রয়েছে। নাম দি এইচ হোটেল। কিন্তু অগ্নিকাণ্ড ঘটলে বের হওয়ার সুযোগ কম। দুই পাসে দুটি সিঁড়ি থাকলেও তা সরু। এমন পরিস্থিতিতে এই হোটেলটি কীভাবে অনুমোদন পেল, তার সব কাগজপত্র আজ বিকেলের মধ্যে দিতে বলা হয়েছে। কাগজপত্র দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ