Views Bangladesh

Views Bangladesh Logo

নরসিংদী কারাগার থেকে পালানো ২ নারী জঙ্গি গ্রেপ্তার

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বুধবার, ২৪ জুলাই ২০২৪

রসিংদীর জেলা কারাগার থেকে পালানো দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভিন মেঘলা।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, বুধবার (২৪ জুলাই) সকালে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘কারাগার থেকে পালিয়ে যাওয়া নয়জন জঙ্গির মধ্যে সাতজন এখনও পলাতক। তাদেরকে গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান রয়েছে। শীঘ্রই তাদেরকে বিচারের আওতায় আনা হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জেলা কারাগারে অগ্নিসংযোগের সময় লুট করা ৮৫টি রাইফেলের মধ্যে এখন পর্যন্ত ৩৯টি উদ্ধার করা হয়েছে।

এদিকে নরসিংদীর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নজমুল ইসলাম জানিয়েছেন, জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮২৬ জন বন্দির মধ্যে বুধবার দুপুর ২টা পর্যন্ত ৩৩১ জন বন্দি আত্মসমর্পণ করেছেন।

তিনি বলেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া সকল বন্দি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দুষ্কৃতিকারীরা জেলা কারাগারে হামলা চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এ সময় কারাগারের সব বন্দিরা পালিয়ে যায়।







মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ