Views Bangladesh Logo

উত্তরাতে দম্পতির ওপর হামলার ঘটনায় আটক ২

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরা এলাকায় দম্পতির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার। তিনি জানান, এ ঘটনায় গতকাল গভীর রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তথ্যানুযায়ী, সোমবার রাত ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাচালক এ ঘটনার প্রতিবাদ করলে আরেকটি মোটরসাইকেলে থাকা এক দম্পতিও তার সঙ্গে যোগ দেন। এতে প্রথম মোটরসাইকেলের আরোহীরা উত্তেজিত হয়ে হুমকি দিতে থাকেন এবং ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনেন।

এর কিছুক্ষণ পর সেখানে একদল যুবক এসে দম্পতির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

হামলার শিকার ব্যক্তিদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের দুইজনকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশের কাছে তাদেরকে সোপর্দ করে।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় দুইজনকে আমরা আটক করেছি। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ