Views Bangladesh

Views Bangladesh Logo

উখিয়ায় আরসার ‘আস্তানা’য় অভিযান, আগ্নেয়াস্ত্রসহ আটক ২

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৫ মে ২০২৪

ক্সবাজারের উখিয়ায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) 'আস্তানা' থেকে দুই সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। এ সময় আস্তানা থেকে বিপুল সংখ্যক অস্ত্র, গ্রেনেড ও রকেটের খোসা উদ্ধার করা হয়। বুধবার (১৫ মে) ভোরে এ ঘটনা ঘটে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ছালাম এ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করেননি তিনি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড় এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার একটি নতুন আস্তানা গড়ে তোলার খবর পেয়ে মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। বুধবার ভোরে র‍্যাব সদস্যর ওই আস্তানা ঘিরে ফেললে আরসা সদস্যরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

র‍্যাব কর্মকর্তারা জানান, বন্দুকযুদ্ধের সময় পালাতে গিয়ে দুই সন্ত্রাসী ধরা পড়ে। আরসার আস্তানা থেকে বিপুল সংখ্যক অস্ত্র, গ্রেনেড ও রকেটের খোসা উদ্ধার করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ