Views Bangladesh

Views Bangladesh Logo

বান্দরবানে কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়কসহ আটক ২

District  Correspondent

জেলা প্রতিনিধি

শনিবার, ১৮ মে ২০২৪

বান্দরবানে অভিযান চালিয়ে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ) এর নারী শাখার প্রধান সমন্বয়কসহ দুজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৭ মে) র‍্যাব-১৫’র সদস্যরা ওই অভিযান চালায় বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক জিংঠিয়াম বম ওরপে আকিম বম (১৮) ও কেএনএফ সদস্য লালসিয়ামলং বম (৬০)।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার লাইমী পাড়া এলাকায় চালানো অভিযানে পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা অঞ্চলের নারী শাখার প্রধান সমন্বয়ককে আটক করে র‍্যাব-১৫।

র‍্যাব-১৫’র স্কোয়াডন লিডার তৌহিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রবিরোধী অপরাধ ব্যাংক ডাকাতি, আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় কেএনএফ সংগঠনের সঙ্গে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় র‍্যাব গোপন তথ্যের ভিত্তিতে লাইমী পাড়ায় অভিযান চালিয়ে নারী শাখার প্রধান সমন্বয়কসহ দুজনকে আটক করেছে।

এদিকে এ ঘটনায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫’র কমান্ডার লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, কেএনএফের ব্যাংক ডাকাতির ঘটনায়ও নারী সদস্যরা সম্পৃক্ত ছিল। সশস্ত্র সংগঠন কেএনএফের নারী শাখার সমন্বয়কের কাজটি পরিচালনা করত মূলত আটককৃত আকিম বম।

তিনি আরও জানান, আটক নারী ক্যাওক্রাডং পাহাড়ের একটি স্কুলে লেখাপড়া করত। সেই স্কুলের শিক্ষক ছিলেন মেয়েটির বাবা। স্কুলে লেখাপড়া করার সময়ে মাইকেল নামে এক যুবকের সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক হয়। মূলত মাইকেলের হাত ধরেই কেএনএফের সঙ্গে জড়িয়ে পড়ে সে। ইতিমধ্যে দেশের বাহিরেও কয়েক দফায় প্রশিক্ষণ নিয়েছে আকিম বম। দেশের অভ্যন্তরেও তিনি একজন সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত; প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

র‍্যাব কমান্ডার জানান, সদর উপজেলা ও রোয়াংছড়ি উপজেলাসহ আশপাশের বস জনগোষ্ঠীর এলাকাগুলো থেকে নারীদেরকে কেএনএফের সঙ্গে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করত বম। কেএনএফের সঙ্গে জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে নারীর সংখ্যাও উল্লেখযোগ্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়টি জানা গেছে।

প্রসঙ্গত, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ব্যাংকের অর্থ ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় এ পর্যন্ত ৯টি মামলা হয়েছে। তার মধ্যে থানচিতে ৪টি ও রুমা থানায় ৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮৪ জনকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৪ জন নারীও রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ