নতুন ছাত্রসংগঠনের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে ২ জন আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিশু আলী (২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুজন আহত হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
নাহিদ ইসলাম নামে ঢাবির এক শিক্ষার্থী আহত আকিব আল হাসানকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, নতুন ছাত্রসংগঠনের নাম ঘোষণা নিয়ে মধুর ক্যান্টিনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এতে কয়েকজন আহত হন। তাদের মধ্যে মিশু আলী ও আকিব আল হাসানকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এই কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রভাব কম রাখা হয়েছে বলে তারা নিজেদের অবহেলিত মনে করছেন।’
আহতদের মধ্যে মিশু আলী ঢাবির সাংবাদিকতা বিভাগের স্নাতক শিক্ষার্থী ও আকিব আল হাসান মাস্টার্সের প্রিন্টিং অ্যান্ড স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে এবং তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে