যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (এফএসইউ) বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টা ৫০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার (১৮ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়, অভিযুক্ত বন্দুকধারী ফিনিক্স আইকনার (২০) তার মায়ের পিস্তল ব্যবহার করে এ হামলা চালায়।
ফ্লোরিডার রাজধানী তালাহাসির লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল বলেন, আইকনার একজন ডেপুটি শেরিফের ছেলে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা বন্দুকগুলোর মধ্যে একটি তার মায়ের, যিনি পূর্বে আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তা হিসেবে কর্মক্ষেত্রে এটি ব্যবহার করতেন। পরবর্তীতে তিনি পিস্তলটি কিনে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র হিসেবে রাখেন।
পুলিশ জানায়, হামলার সময় পুলিশের পাল্টা গুলিতে আইকনার আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, আইকনার পিস্তলের পাশাপাশি একটি শটগানও সঙ্গে এনেছিলেন। তবে শটগানটি হামলায় ব্যবহৃত হয়েছে কি-না, তা এখনো নিশ্চিত নয়।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ বাহিনীর প্রধান জেসন ট্রামবাওয়ার জানান, ফিনিক্স আইকনার সম্ভবত ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী।
তবে নিহত দুজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ নিশ্চিত করেছে, নিহতরা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
লিওন কাউন্টির শেরিফ ওয়াল্টার ম্যাকনিল আরও বলেন, এ হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে