সাভারে ট্রাকের ধাক্কায় দুই বাসযাত্রী নিহত
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় বাসে যাত্রী উঠানোর সময় পেছন থেকে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কটির সাভার বাসস্ট্যান্ড এলাকার আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মো হোসেন (৫৫) ও শরীয়তপুর জেলার জাজিরা থানার সদর আলী মাদবর কান্দি গ্রামের ধলু শেখের ছেলে সায়াত শেখ (৩৫)।
হাইওয়ে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস যাত্রী নেয়ার জন্য দাঁড়ায়। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে দাঁয়িয়ে থাকা সায়াত ও হোসেন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সাভারের সুপার মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো সওগাতুল আলম বলেন, দুর্ঘটনায় জড়িত পরিবহন দুটি জব্দ করা হয়েছে। তবে উভয় পরিবহনের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। নিহদের লাশ থানা নিয়ে আসা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে