Views Bangladesh Logo

বাগেরহাটে নছিমন উল্টে চালকসহ নিহত ২

বাগেরহাটের মোংলা উপজেলায় শ্যালোইঞ্জিনচালিত নছিমন উল্টে চালকসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার চাপড়া এলাকায় মোংলা-পেড়িখালী (রামপাল) সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নছিমনচালক দিদার মোল্লা (২৫) ও কৃষি শ্রমিক রোকন উদ্দিন খোকন (৬০)। এদের মধ্যে দিদারের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা এলাকায়। আর রোকনের বাড়ি মোংলার সোনাইলতলায়।

আহতরা হলেন ওয়াহেদ মল্লিক (৪০), আইয়ুব সরদার (৪০), মিলন মল্লিক (৩৫) ও তাজমির শেখ (৩০)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ওয়াহেদ মল্লিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের সবার বাড়ি মোংলার সোনাইলতলা এলাকায়।

আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটার কাজ শেষে নছিমনে করে বাড়ি ফিরছিলেন কৃষি শ্রমিকরা। আজ ভোরে মোংলার চাপড়া এলাকায় সড়কে স্তূপ করে রাখা পাথরের সঙ্গে ধাক্কা লেগে নছিমনটি উল্টে যায়। পরে স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেন।

এ ব্যাপারে মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, নিহত দুজনের লাশ তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ