Views Bangladesh Logo

মিরপুরে বাসচাপায় নিহত দুই, চালক আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর মিরপুরে বাসচাপায় দুই জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত বাস ড্রাইভারকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে পূরবী সিনেমা হলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোছা. খায়রুন বেগম (৩৬) ও তার ভাতিজা মো. ইয়াসিন (৪)। খায়রুন বেগমের বাড়ি ভোলার সদর উপজেলার রতনপুর গ্রামে। তিনি পল্লবী এলাকায় থাকতেন। তিনি পোশাক শ্রমিক ছিলেন বলে জানা গেছে। আর শিশু মো. ইয়াসিন খায়রুন বেগমের ভাতিজা বলে জানা গেছে।

পল্লবী থানার অপারেশন অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, বাসের চালককে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, রাতে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ