Views Bangladesh Logo

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

লালমনিরহাটের হাতীবান্ধায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের ও শনিবার (২০ এপ্রিল) বিকালে ১ জনের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পাটগ্রামের বুড়িমারী স্থল বন্দর থেকে ছেড়ে আসা একটি বালুবোঝাই ট্রাক একটি যাত্রীবাহী ভ্যান ও অটোকে পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ গুরুতর আহত হয় ৫ জন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে (২০ এপ্রিল) ওই উপজেলার ধুবনী গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। পরে রবিবার (২১ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় মধ্য গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জলেখা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়। আব্দুল কাইয়ুম ও জলেখা বেগম সম্পর্কে শালি-দুলাভাই।

হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ আরিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ট্রাকটি আটক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ