Views Bangladesh Logo

সুনামগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 VB  Desk

ভিবি ডেস্ক

সুনামগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জমির হোসেন (৩০) ও আলী নূর (২৬)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কে শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

শান্তিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে আহসানমারা সেতু এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী বাসের সঙ্গে শান্তিগঞ্জ থেকে আসা বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জয়কলশ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার জানান, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালক রয়েছেন। তারা সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় একটি উরস মাহফিলে অংশগ্রহণ শেষে নিজ নিজ গ্রামে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ