Views Bangladesh Logo

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত

বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলার সৈকতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কেএনএফের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, যৌথ বাহিনীর অভিযানে দুজন কেএনএফের সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দূর্গমাঞ্চল ও নেটওয়ার্ক সমস্যার কারণে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে যৌথ বাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে।

প্রসঙ্গত, কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীরা গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং অর্থ লুটের ঘটনা ঘটায়। এই ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টিসহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় আসামিদের আইনের আওতায় আনতে চলছে যৌথ বাহিনীর অভিযান। এতে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করে আদালতে নির্দেশে কারাগারে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ