দুই শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল এনবিআর
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করে এনবিআর। অবসরে পাঠানো ওই দুই কর্মকর্তা হলেন, আয়কর বিভাগের (ইনকাম ট্যাক্স উইং) কমিশনার গোলাম কবির ও এনবিআরের সদস্য আবু সাইদ মোহাম্মদ মোশতাক।
সূত্র মতে, দুজন কর্মকর্তারই চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইনে এ সময় সরকার চাইলে যেকোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। সেই বিধান অনুসারেই তাদের অবসর দেয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে