অবশেষে টেকনাফ বন্দরে ভিড়ল আরাকান আর্মির কবল থেকে মুক্ত দুই জাহাজ
অবশেষে চারদিন পর পণ্যবাহী তিনটি জাহাজের মধ্যে দুইটি জাহাজ ছেড়ে দিয়েছে মিয়ানমার আরাকান আর্মি। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে টেকনাফ স্থলবন্দরে পৌঁছায় জাহাজ দুটি।
গত ১২ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে রওনা দেয় পণ্যবাহী তিনটি জাহাজ। আসার পথে ১৬ জানুয়ারি সকালে মিয়ানমারের মংডু শহরের হাইয়ন খালী নামক এলাকার নাফ নদীতে জাহাজ তিনটি আটকে দেয় আরাকান আর্মি।
বন্দর সূত্রে জানা গেছে, পণ্যবাহী জাহাজে রয়েছে ৫৬ হাজার বস্তা সুপারী, আচার, শুঁটকি, কসমেটিক, কফিসহ অন্যান্য। এসব পণ্যের আমদানিকারকরা হলেন-ওমর ফারুক, শওকত আলী, এহেতেশামুল হক বাহাদুর, ছিদ্দিক, সাদ্দাম হোসেন, এমএ হাশেম, ওমর ওয়াহেদসহ অনেকেই।
এ বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার ছৈয়দ আনোয়ার হোসেন বলেন, মিয়ানমার থেকে পণ্যবাহী তিনটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে উদ্দেশে আসার পথে আটকে রাখে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। তারা মালামালের কাগজপত্র যাচাই-বাছাই করার কথা বলে জাহাজ তিনটি তাদের হেফাজতে রেখে দেয়। পরে ছেড়ে দিলে সোমবার দুপুরে জাহাজ দুটি বন্দরের জেটি ঘাটে নোঙর করে।
টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ ব্যবসায়ীরা বলছেন, আরাকান আর্মি এটা একটা নতুন ফাঁদ তৈরি করেছে। বাংলাদেশ যেনো উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির স্থায়ী সমাধান করে, তাই চান তারা।
ব্যবসায়ীরা আরও জানান, তিনটি জাহাজ আটকে রাখলেও তা থেকে এখনো দুটি জাহাজ টেকনাফ বন্দরে পৌঁছেছে। অপরটিও এখনো আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে